সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়নের উদ্যোগে কম্পিউটার প্রদান করা হল নয়াগ্রামে


রবিবার,২৯/১২/২০১৯
582

ঝাড়গ্রাম : সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়নের উদ্যোগে কম্পিউটার প্রদান করা হল নয়াগ্রামে। নয়াগ্রামের পাতিনা মাধ্যমিক বিদ্যালয়ে এবং দ্বারিকাপল্লী কে এস শিক্ষাসদনে ৪টি করে মোট ৮টি কম্পিউটার এবং তার সরঞ্জাম প্রদান করা হয়েছে। সেই সঙ্গে পড়ুয়াদের জন্য বিনামূল্যে এক বছরের নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হবে সিআরপিএফের তরফ থেকে। এছাড়াও পাতিনাতে মেডিক্যাল ক্যাম্প করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়নের কমাণ্ডট সমরেন্দ্রনাথ মণ্ডল, সিআরপিএফের চিকিৎসক সৈকত বিশ্বাস, নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক বিজয়কৃষ্ণ রায়, সুমনা মণ্ডল, নয়াগ্রামের ডিএসপি সুব্রত মণ্ডল প্রমুখ। সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়নের কমাণ্ডট সমরেন্দ্রনাথ মণ্ডল বলেন,‘সিভিক অ্যাকশন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পড়ুয়াদের জন্য বিনামূল্যে দুটি স্কুলে কম্পিউটার প্রদান করা হয়েছে। পড়ুায়ারা আগামীর ভবিষ্যৎ। তাঁদের সুন্দর ও ভবিষ্যৎ জীবনে যাতে আরো বেশি করে এগিয়ে যেতে পারে এই কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তার জন্য আমাদের এই ব্যবস্থা।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট