কলকাতাঃ রবিবার শহর জুড়ে শীতের চেনা ছবি। সকাল থেকেই উত্তরে হাওয়ার দাপট অব্যাহত রয়েছে। হাড়কাপানো ঠান্ডায় গরম পোশাক পরিহিত হয়ে জমিয়ে শীত উপভোগ করছেন শহরবাসী। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দাপুটে ইনিংস শুরু হয়েছে। পাশপাশি পিকনিক স্পট গুলিতে উপছে পড়ছে ভিড়। শীতের চেনা ছবি শহর কলকাতা জুড়ে। এছাড়া ছুটির দিন গুলিতে শহর কলকাতার দর্শনীয় স্থান যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকোপার্ক, নিকোপার্ক, সহ অন্যান্য জায়গা গুলিয়ে পর্জটক দের দেখা মিলছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অর্থাৎ জাঁকিয়ে শীত পড়েছে শহর জুড়ে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে উত্তরে হাওয়ার দাপট। আর কিছু দিনের অপেক্ষা ২০১৯ প্রায় শেষের পথে। সাল শেষের আগে জাঁকিয়ে শীত জমিয়ে উপভোগ করছেন সকলে।
কলকাতাতে হাড়কাঁপানো শীতের অনুভূতি মিলছে শহরবাসীর
রবিবার,২৯/১২/২০১৯
689
বাংলা এক্সপ্রেস---