শহর জুড়ে শীতের আমেজ


রবিবার,২৯/১২/২০১৯
561

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ভোর হতেই কুয়াশার চাদরে মুড়েছে শহর কলকাতা, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে উত্তরে হাওয়ার দাপট। সূর্য মামার দেখা নেই সকাল থেকেই। তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমেছে বেশ অনেকটাই। ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। শহর জুড়ে শীতের আমেজ জমিয়ে উপভোগ করছে শহরবাসী। শুধুমাত্র শহর কলকাতা নয় জেলা জুড়েও চিত্রটা এক। জেলা গুলিতেও শীতের দাপট অব্যাহত রয়েছে। পাশাপাশি রাজ্যের বাকি জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। এমন পুর্বাভাস দিয়েছেন  আলিপুর আবহাওয়া দপ্তর। এই বছর বড়দিনের আগেই বঙ্গে শীতের আগমন ঘটেছে। ফলস্বরুপ শীতের মরসুম জমিয়ে উপভোগ করেছে সকলে। বর্ষশেষে শীতের আমেজ  অব্যাহত রয়েছে, আর সাথে উৎসবের মরসুম জমিয়ে উপভোগ করতে চলেছে রাজ্যবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট