ভিক্টোরিয়া,পার্ক স্ট্রিট চিড়িয়াখানা, ময়দান ক্রমশ ভরে উঠেছে মানুষে মানুষে।


বুধবার,২৫/১২/২০১৯
1152

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতা ঃ ইকোপার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিকোপার্ক, চিড়িয়াখানা চত্বর সকাল থেকেই উপছে পড়ছে ভিড়। উৎসবের মেজাজে রাজ্যবাসী। সূত্রের খবর আজ প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। বড়দিন উৎসবের আনন্দ, উৎসবের উষ্ণতা গায়ে মেখে সকাল থেকে মানুষ ভিড় জমিয়েছেন সাধারন মানুষ শহরের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছেন ইকোপার্কে। এছাড়া নিকোপার্কেও ভিড় জমিয়েছে অনেকেই। বড়দিনে আনন্দ উপভোগ করতে সাধারন মানুষ আজ ভিড় জমিয়েছেন ।

 

ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ককে ঘিরে উৎসব শুরু হয়েছে। নানা ধরনের খাবার, সঙ্গে কেক-কফিতে জমে উঠেছে। সবমিলিয়ে উৎসব মুখর রাজ্যবাসী। এছাড়া শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে সকাল থেকেই লম্বা ভীড় পড়েছে। সাড়া বছর এই দিনের জন্য অপেক্ষায় থাকে শহরবাসী। এবার সেই উৎসবে মেতে ওঠার পালা।বড়দিনে জেলার ছবিটাও উৎসব মুখর। মফস্বলের চার্চগুলিতে এ দিন ভিড় জমান বহু মানুষ।

 

 

যীশুর জন্মতিথি উপলক্ষে শহরের বিভিন্ন চার্চে গতকাল মধ্যরাত থেকেই সাধারন মানুষ ভিড় জমিয়ে ছিলেন। এছাড়া নানান ধরনের আলোয় সেজে উঠেছিল অ্যালেন পার্ক সহ পার্ক স্টীট , সহ শহরের রাজপথ। আট থেকে আশি সকলেই মেতে উঠেছে ক্রিসমাস উৎসবে। সাথে চলছে হই হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া। ২০১৯ প্রায় শেষের পথে আর তাঁর আগেই ক্রিসমাসের আনন্দে মাতোয়ারা শহরবাসী।

 

শুধু শহর কলকাতা নয় দেশের বিভিন্ন প্রান্তে সমারোহে পালিত হচ্ছে বড়দিন। কনকনে ঠাণ্ডায় জমা কলকাতায় এখন বড়দিনের উৎসব। ক্রিসমাস ট্রি, আলোর ঝলকানিত সেজে উঠেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক সহ শহরের বিভিন্ন প্রান্তর। গতকাল রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছিল সাধারন মানুষ। পাশাপাশি আজ সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে উপছে পড়েছে ভিড়। পুরোপুরি ভাবে কার্নিভাল মুডে কলকাতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট