বড়দিনের আগে শীতের আগমন ঘটেছে বঙ্গে। পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যার্থিডাল প্রতি বছর সেজে ওঠে ক্রিসমাসের দিন। বড়দিনের অপেক্ষায় প্রহর গুনছে শহরবাসী। রংবাহারী আলো সাথে উৎসবের মেজাজে চিরকাল থাকতে ভালোবাসে মহানগর। আর কিছু সময়ের অপেক্ষা জানান দিচ্ছে বড়দিন আসছে। আট থেকে আশি মেতে উঠবে উৎসবে সাথে কেকের দোকানে ভিড় উপছে পড়বে শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখতে দেখতে ২০১৯ প্রায় শেষের পথে। উত্তরে হাওয়া জানান দিচ্ছে বড় দিন কড়া নাড়ছে দোরগোড়ায়।
বড়দিনের সাজে মেতে উঠবে কলকাতা।
মঙ্গলবার,২৪/১২/২০১৯
863
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---