সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে হ্যালো কলকাতা


মঙ্গলবার,২৪/১২/২০১৯
1576

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে হ্যালো কলকাতা। যারা বিশেষভাবে সক্ষম তারাও এই সমাজকে অনেক কিছুই দিয়ে থাকেন। তাদের মধ্যেও অভাব নেই প্রতিভার। সেই প্রতিভাকে আলোয় তুলে ধরতে বড়দিনকে সামনে রেখে এই সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো হ্যালো কলকাতা স্টাইল আইকন। রোটারি ক্লাব অব সাউথ-ইস্ট ও সংবেদন এর সহযোগিতায় বিশেষভাবে সক্ষম এই সব মানুষদের বিশেষ উৎসাহ দিতে আয়োজন করা হয়েছিল স্টাইল আইকন 2019। বিশেষভাবে সক্ষমদের মধ্যে এক এক জনের এক এক রকম প্রতিভা আছে তা প্রকাশ পায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা। সংস্থার কর্ণধার আশিস বসাক ও সংবেদনের সম্পাদক সমিত সাহা জানান, সমাজে যারা বিশেষভাবে সক্ষম তাদের পাদপ্রদীপের আলোয় তুলে আনতে তারা সবসময় উদ্যোগী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে এদের প্রতিভা বিকশিত হবে সমাজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট