ভাঙড়ে নয়া নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি-র বিরুদ্ধে পথে নামলেন আরাবুল ইসলাম


রবিবার,২২/১২/২০১৯
845

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ভাঙড়ঃ শনিবার নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আরাবুল ইসলামের নেতৃত্বে পথে নামলেন ভাঙড়ের সাধারন মানুষ। প্রায় কয়েক হাজার মানুষ এদিনের মিছিলে পা মেলান। ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শনিবারের মিছিলে অংশ গ্রহন করেন। মুহুর্তের মধ্যে তা যেন কার্যত জনজোয়ারের রুপ নেয় ।

 

কর্মী সমর্থক দেখে উচ্ছ্বসিত আরাবুল ইসলাম বলেন, ‘ভাঙড়ে তৃনমূল সংঘবদ্ধ হয়ে লড়াই করছে।গোটা দেশ সংঘবদ্ধ হলেই বিজেপিকে হটিয়ে নতুন সরকার আনা সম্ভব।‘ স্থানীয় পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আবার হাকিমুল ইসলাম।ওই পঞ্চায়েতের বোর্ড তৃনমূলের দখলে থাকলেও পঞ্চায়েতে ঢূকতে পারেননা তৃনমূল কর্মীরা। সে প্রশ্ন করতেই খানিকটা মেজাজ হারান আরাবুল। বলেন, ‘কে বলেছেন আমরা ঢুকতে পারিনা? পঞ্চায়েত এলাকায় ঘুরে দেখুন কত কি কাজ হয়েছে। এলাকার উন্নয়ন থেমে নেই।‘

 

গতকাল শনিবার শহরতলির বিভিন্ন জায়গায় এর আগেও বহু জায়গায় নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল হয়েছে এবার আরাবুল ইসলামের নেতৃত্বে মিছিল আয়োজিত হল দক্ষিন চব্বিশ পরগনার ভাঙড়ে। আরাবুল ইসলামের খাস তালুকে এদিন মিছিলে পা মেলালেন ব্লক সভাপতি ওহিদুল ইসলাম, আরাবুলের পুত্র  হাকিমুল ইসলাম, মোদাসের, জুলফিক্কর রা ।

মিছিল শেষে শ্যামনগরে একটি ছোট সভায় কেন্দ্রের জনবিরোধী নীতি নিয়ে বক্তব্য রাখেন আরাবুল ইসলাম ।বিকেল তিনটে নাগাদ পাওয়ার গ্রিড সাব স্টেশন সংলগ্ন নতুনহাট বাজার থেকে মিছিল শুরু হয়। সেই মিছিলে প্রায় পাঁচ কিমি পথ হেঁটে শ্যামনগর পর্যন্ত আসেন আরাবুল ইসলাম সহ এলাকার সাধারন মানুষ। এদিন ভাঙড়ের পথঘাট কার্যত জনসমুদ্রের রুপ নেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট