নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ মিছিল হল ভাঙড়ে


শনিবার,২১/১২/২০১৯
987

ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা : নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ মিছিল হল ভাঙড়ে। আজকের মিছিলে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম ও অহিদুল ইসলাম সহ অন্যান্যরা।প্রায় ২৫ হাজার মানুষ আজকের মিছিলে পা মেলান। আরাবুল ইসলাম এর নেত্রিত্বে আজকের মিছিলে কার্যত জনজোয়ারের রুপ নেয় আজকের মিছিল। শান্তিপূর্ণ ভাবে আজকের মিছিলে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ। বাংলায় এন আর সি ও নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ রাস্তায় নামল বহু মানুষ।

https://youtu.be/dsp3uOJVWdI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট