বিজেপি রাজ্য দপ্তরের ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থানে পড়ুয়ারা


শনিবার,২১/১২/২০১৯
857

বিজেপি রাজ্য দপ্তরের ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থানে বসে পড়ল পড়ুয়াদের একাংশ। এদিন শহীদ মিনার ময়দান থেকে কয়েক হাজার পড়ুয়া মিছিল করে মহাজাতি সদন এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়ারা। এই কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজেপি রাজ্য দপ্তরের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। সেন্টাল এভিনিউ ধরে এই মিছিল বিজেপি রাজ্য দপ্তরের সামনে দিয়ে মহাজাতি সদন এর সামনে পৌঁছায়।

সেই সময় একদল পড়ুয়া বিজেপি রাজ্য দপ্তর এর ভিতরে ঢোকার চেষ্টা করে। এই নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি বাধে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে আবারও একদল পড়ুয়া বিজেপি রাজ্য দপ্তরের ঢিল ছোঁড়া দূরত্বে সেন্ট্রাল এভিনিউয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। এই অবস্থানের ফলে কোনো ভাবে যাতে আইন-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে কারণে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজার থেকে স্পেশাল ফোর্স পৌঁছেছে ঘটনাস্থলে। বিজেপি রাজ্য দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক্যাংশ ছাত্র-ছাত্রীর এই আন্দোলনকে ঘিরে টানটান উত্তেজনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট