রাজ্যের উন্নতিকল্পে আমার কিছু পরিকল্পনা আছে। বনিক সভার সঙ্গে বসে এই নিয়ে আলোচনা করতে চাই। একটি বণিকসভার অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করছি তিনি যেন তার কথা ফিরিয়ে নেন। তিনি যে পদে আছেন সেখানে থেকে এরকম কথা বলা যায় না। উল্লেখ্য, বেশ কিছু বিষয় নিয়েই রাজ্যপাল বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যপালের বিরুদ্ধে কামান দেখেছেন উল্টো দিকে রাজ্যপালও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অনেক মন্তব্য করেছেন। আর যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এরই মধ্যে বণিকসভার অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন রাজ্যপাল মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নিয়ে তার কথা।
রাজ্যের উন্নতিকল্পে বেশকিছু পরিকল্পনা আছে, জানালেন জগদীপ ধনকর
শনিবার,২১/১২/২০১৯
747