সান্তারূপী কোহলিকে দেখে মুগ্ধ খুদেরা।


শনিবার,২১/১২/২০১৯
908

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আর কয়েকটা দিনের অপেক্ষা তারপর আসছে বড়দিন। বড়দিনের আগে নয়া চমক দিলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এবার তাকে নতুন লুকে দেখা গেল। একটি সর্ব ভারতীয় স্পোটস চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে সান্তারুপে দেখা গেল বিরাট কোহলিকে। তিনি ছোটদের হাতে উপহার তুলে দিচ্ছেন। আর নতুন উপহার পেয়ে খুব খুশি ছোটরা।  জানা গিয়েছে বেশ কিছুদিন আগে হোমে কচিকাঁচাদের সঙ্গে সান্তা সেজে শুটিং করেছিলেন কোহলি।

এবার মুক্তি পেয়েছে সেই বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনে সান্তার সাজে বিরাটকে দেখে অনেকেই অবাক হয়েছেন। বড় দিনের আগে সান্তাকে পেয়ে খুশি কচিকাচারা। এই বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে নানান ধরনের উপহার এছাড়া বিভিন্ন ধরনের খেলার সাজ সরঞ্জাম ভারতের অধিনায়ক কচিকাচাদের হাতে তুলে দিচ্ছেন। স্বাভাবিক ভাবে তা পেয়ে খুব খুশি হয়েছে কচিকাঁচারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট