আইপিএলের নিলামে বাজিমাত করল কিং খানের কলকাতা নাইট রাইডার্স।


শুক্রবার,২০/১২/২০১৯
738

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ একের পর এক দারুন প্লেয়ার কিনে এই বছরের নিলামে বাজিমাত করল কেকে আর। শুধু তাই এই বছর বিশ্বমানের প্লেয়ার কিনেছে কিং খানের দল সে বিষয়ে কোন সন্দেহ নেই। বৃহস্পতিবার বিকালে শহর কলকাতায় বসেছিল নিলামের আসর। আর সেখানেই ছিল চমকের পর চমক। প্যাট কামিন্স ও বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যানকে তুলে নিয়ে আইপিএলের নিলামে বাজিমাত করল কিং খানের কলকাতা নাইট রাইডার্স।

 

অন্যদিকে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর এক অজি ক্রিকেটার নাথান কুল্টার নাইল আট কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন।এবার সবচেয়ে বেশি দামের বিদেশি তারকা প্যাট কামিন্স খেলবেন কিং খানের দলের জার্সি গায়ে চাপিয়েই। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় দল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি।এছাড়া বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কিনতেও ভাল অর্থ খরচ করতে হল দুবারের চ্যাম্পিয়ন কেকেআরকে। অর্থাৎ এই বছর নিজেদের টিমকে আরও শক্তিশালি করে তুলল কেকে আর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট