কলকাতাঃ শহরে আজ বসেছে আই পি এল নিলামের আসর। বিকাল থেকেই শুরু হয়েছে আজকের নিলাম। আজকের আই পি এল নিলামে নয়া চমক কে কে আর ফ্যানদের জন্য।আজ অজি পেসার কামিংসের জন্য দর উঠেছিল ১৫ কোটি ৫০ লক্ষ টাকা।আর তাকেই কিনে ফেললেন কিং খানের দল। এ দিন কলকাতায় অনুষ্ঠিত নিলামে আইপিএল-এর ইতিহাসে সব চেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়ে গেলেন কামিন্স। এছাড়া দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার। এবার তাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন প্যাট কামিন্স
বৃহস্পতিবার,১৯/১২/২০১৯
642
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---