হাওড়াঃ সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র প্রতিবাদে লাগাতার আন্দোলনের তৃতীয় দিনে বুধবার হাওড়া ময়দান থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূল সুপ্রিমো।এদিন বেলা ১টার সময় মিছিল হাওড়া ময়দান থেকে শুরু হয়ে বঙ্কিম সেতু, গুলমোহর, হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড হয়ে টি বোর্ডের সামনে দিয়ে লালবাজার, বেন্টিঙ্ক স্ট্রিট, ধর্মতলার ধরে ডোরিনা ক্রসিং-এ শেষ হয়। টানা প্রায় পাঁচ কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। এদিনের মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান হাজার হাজার সাধারণ মানুষ। এদিনও শুরুতেই মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে শপথবাক্য পাঠ করান।
তৃতীয় দিনে বুধবার হাওড়া ময়দান থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূল সুপ্রিমো
বৃহস্পতিবার,১৯/১২/২০১৯
622
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---