কলকাতাঃ মরশুমের শীতলতম দিন। পারদ নেমেছে জেলা গুলিতেও। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। জাঁকিয়ে শীত পড়েছে শহর সহ জেলা জুড়ে। এই মুহুর্তে দার্জিলিং এ নেমেছে পারদ। রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। বরফ দেখার অপেক্ষায় পর্জটকেরা। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দার্জিলিং জুড়ে। মনোরম শোভা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে ভ্রমণ প্রিয়ে দের। সেই চেনা ছবি দার্জিলিং জুড়ে।পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলিতেও নেমেছে পারদ।
মরশুমের শুরুতেই বরফ দেখার অপেক্ষায় পর্জটকেরা। সপ্তাহের শুরুতেই রাজস্থানে বরফ পড়েছে। বিভিন্ন পাহাড়ি অঞ্চল বরফের চাদরে ঢেকে গিয়েছে। কলকাতাতেও সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে।উত্তরের জেলাগুলিতেও গত দু’দিনে তাপমাত্রা বেশ নীচে নেমে গিয়েছে। দার্জিলিঙের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৪ ডিগ্রিতে। কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঠান্ডার আমেজ রয়েছে। এক ধাক্কায় উষ্ণতার পারদের এই পতনের ফলে আগামী ক’দিন কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।