কলকাতাঃ আজকের মিছিলে উপস্থিত রয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানও। পরিচালক গৌতম ঘোষ সহ আরও অনেকে। আজ মঙ্গলবার আবার রাজপথে নামলেন নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ) এবং নাগরিক পঞ্জি (এনআরসি) প্রত্যাহারের দাবি জানিয়ে পথে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সারা ভারত জ্বলছে, কিন্তু দেশ বিভাজন করতে দেব না। বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন হবে না। এখানে জাতীয় নাগরিক পঞ্জি করতে দেব না। এছাড়া তিনি আরও বলেন দেশ ভাগ হতে দেওয়া হবে না এই আন্দোলনের জয় হবে। আজকের মিছিলে পা মিলিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানও। পরিচালক গৌতম ঘোষ সহ আরও অনেকে। দলে দলে মিছিলে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। সাথে রয়েছে কলকাতার পুলিশের কড়া নিরাপত্তা। আজ রাজপথ জনসমুদ্রে পরিনত হয়েছে ইতিমধ্যে।
প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিন মঙ্গলবার। পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার,১৭/১২/২০১৯
760
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---