কলকাতাঃ বেশ কয়েকদিন ধরে রেলপথ অবরোধের জেরে ব্যাহত হয়েছে রেল চলাচল। বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এমতাবস্থায় স্বাভাবিক ভাবে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। পূর্ব রেল সূত্রের খবর, গত কয়েকদিন ধরে চলা হিংসাত্মক আন্দোলনে আজিমগঞ্জ-নিউ ফরাক্কা শাখার নিমতিতা, সুজনিপাড়া, ধুলিয়ানগঙ্গা, নোয়াপাড়া হল্ট, বাসুদেবপুর হল্ট এবং মণিগ্রাম স্টেশনে ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে যান চলাচল কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। দূরপাল্লার ট্রেনের বহু যাত্রী এর ফলে সমস্যায় পড়েছেন। সূত্রের খবর শুধুমাত্র হাওড়া-খড়গপুর শাখাতেই নষ্ট হয়েছে ১৩ কোটি টাকার সম্পত্তি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পূর্ব রেলে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রেল।বহু ট্রেন বাতিলের জেরে গত কয়েকদিনের মতো এদিনও ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের জেরে ব্যাহত হয়েছে দূরপাল্লার ট্রেনের চলাচল। সব মিলিয়ে দিনভর ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
মঙ্গলবার,১৭/১২/২০১৯
637
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---