বাঁকুড়াঃ একশো দিনের কাজে আবারও সেরার শিরোপা ছিনিয়ে নিল বাংলা। একশো দিনের কাজের প্রকল্পে সেরা জেলা নির্বাচিত হয়েছে বাঁকুড়া জেলা, তালিকায় দ্বিতীয় স্থানে আছে কোচবিহার এই নিয়ে পরপর চারবার একশো দিনের কাজের প্রকল্পে দেশের বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ।এই খবর দিল্লি থেকে এসে পৌঁছলে জেলা প্রশাসনিক মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে।২০১৮-১৯ আর্থিক বছরে বাঁকুড়ার একশো দিনের কাজের হিসাব অন্য বছরগুলিকে ছাপিয়ে গিয়েছে। আর শেষ পর্যন্ত এনে দিয়েছে সেরার স্বীকৃতি।
১০০ দিনের কাজে আবার প্রথম পুরস্কার পাচ্ছে রাজ্য। রাজ্যবাসীকে লিখিত বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী ১০০ দিনের কাজে সারা ভারতে প্রথম হয়েছে বাংলা।এর আগেও জাতীয় স্তরে বাংলার এই পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছে। সেই সাফল্যের পথ ধরেই আরও কিছুটা এগিয়ে গেল এরাজ্য।এই খবরের পর স্বাভাবিক ভাবে উচ্ছসিত রাজ্যবাসী। বাংলার মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হল। রাজ্য, জেলা, গ্রামপঞ্চায়েত সহ একেবারে তৃণমূল স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল এই শিরোপা।