প্রথম ভারতীয় হিসেবে নয়া কীর্তি সহ-অধিনায়ক রোহিত শর্মার।


বৃহস্পতিবার,১২/১২/২০১৯
898

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

মুম্বাইঃ বুধবার সন্ধ্যা ওয়াংখেড়ে দেখল রোহিত ঝড় । আগের দুটি ম্যাচে সেইভাবে জ্বলে ওঠেনি রোহিতের ব্যাট। তবে বুধবারের ম্যাচে সেইসব ভুলিয়ে দিল রোহিতের ব্যাট। ক্যারিবিয়ান বোলারদের বল একের পর এক ছক্কা হাঁকান তিনি । এদিন রীতিমত মারমুখী মেজাজে দেখা যায় হিটম্যানকে। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার। মুম্বাইয়ের মাটিতে রোহিত রাজ দেখাল গোটা বিশ্ব।

 

তাঁর ব্যাট একবার ঝলসে উঠলে তা যে প্রতিপক্ষের কাছে আটকানো কঠিন তা এদিন আরও একবার প্রমানিত হল। এছাড়া এদিন সীমিত ওভারের ক্রিকেটে নয়া নজির গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৪ বলে ৭১ রান করলেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে ৪০০টি ছক্কার মালিক হলেন সহ-অধিনায়ক। তাঁর ঝোড়ো ব্যাটিং এর সামনে অসহায় ভাবে আন্তসমর্পন করল প্রতিপক্ষের বোলাররা।

 

তাঁর অনবদ্য ব্যাটিং এর জেরে খুব সহজেই প্রথম দশ ওভারের মধ্যে ১০০ রানের গন্ডি পেরোয় ভারতীয় দল। চার-ছক্কায় রানের রংমশাল জ্বেলে  ভারতকে বড় রানের দিকে এদিন এগিয়ে দেয় তাঁর ব্যাট। এই ম্যাচের পর ৪০০ ছক্কার মালিক হলেন হিটম্যান। ক্রিকেটের ইতিহাসে নয়া নজির গড়লেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট