রোহিত ঝড়ের দাপটে বড় রানে পৌছাল টিম ইন্ডিয়া


বুধবার,১১/১২/২০১৯
1629

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

মুম্বাইঃ মুম্বাইয়ের বুকে আবার দেখা গেল রোহিত ঝড়। এদিন শুরু থেকেই আক্রমনাত্মক ইনিংস খেলতে দেখা যায় ভারতীয় দুই ওপেনারকে। শুরুতেই একের পর এক ছক্কা হাঁকান ভারত এর হিট ম্যান। প্রত্যশামতই সিরিজের শেষ ম্যাচে রোহিত ঝড় দেখা গেল। এদিন ২২ গজে রীতিমত শাসন চালালেন ভারতীয় ব্যাটসম্যনরা। রোহিত ঝড়ের সামনে খড়কুটোর উড়ে গেল ক্যারিবিয়ানদের যাবতীয় প্রতিরোধ। এছাড়া রোহিতের পাশাপাশি রাহুলকে আবার পুরানো মেজাজে দেখা গেল , সতীর্থকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে ভারতীয় দলকে। রোহিত ৩৪ বলে ৭১ রান করেন। ‘হিটম্যান’-এর ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

 

 

এরপর ম্যাচের হাল ধরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচের মত এদিন তাকে আবার স্বমহিমায় দেখা গেল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শুরু থেকেই একের পর এক ওভার বাউন্ডারি হাঁকান ভারতের এই ব্যাটসম্যান। কোহলির ব্যাটের সামনে অসহায় ভাবে আত্মসমর্পন করতে দেখা গেল ক্যারিবিয়ান বোলারদের, কোহলির ইনিংস এদিন শুরু থেকেই স্কোড় বোর্ডে বড় রানের ইঙ্গিত দিচ্ছিল,অবশেষে হলও তাই। এদিন ২৯ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন বিরাট। তাঁর ইনিংসে সাজানো ছিল সাতটি ছয়, ও চারটি চার।

 

কিন্ত অল্পের জন্য এদিন শতরান হাতছারা করলেন টিম ইন্ডিয়ার অন্যতম ওপেনার কে এল রাহুল।এদিন ক্যারিবিয়ান দের বিরুদ্ধে তাঁর ব্যাক্তিগত রান ৯১। শেষ পর্যন্ত রোহিত ও কোহলি ও রাহুলের বিধংসী ঝড়ের দাপটে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত। নির্ধারিত ওভার শেষে ২৪০ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ, । সিরিজ জয়ের ক্ষেত্রে আজকের ম্যাচ খুবই গুরুত্বপুর্ন দুই দলের কাছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট