নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সোমেন মিত্র


বুধবার,১১/১২/২০১৯
722

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গোটা দেশজুড়ে বিজেপি সরকারের এই নয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্টই নজরকাড়া। অবস্থান-বিক্ষোভে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, সংবিধান রক্তাক্ত করে দেশ বিরোধী নাগরিকত্ব আইন সংশোধন মানছি না। এর বিরুদ্ধে লাগাতার লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন তারা। এই বিলের বিরোধিতার নামে তৃণমূল যে ভূমিকা পালন করছে তা নিয়ে কটাক্ষ করেন তিনি।

পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সোচ্চার হয়েছে। বুধবার কলকাতায় লংমার্চের কর্মসূচি থেকে এই বিলের বিরুদ্ধে জোরালো ভাষায় আক্রমণ করেন বাম নেতারা। মঙ্গলবার পথে নেমে এর বিরোধিতা করে তৃণমূল এবং এসইউসিআই পৃথকভাবে। এদিন বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভে কংগ্রেস। এই ইস্যুতে বাংলার রাজনীতি ফের সরগরম হয়ে উঠেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট