শিল্প ও বানিজ্য সন্মেলন উপলক্ষে সেজে উঠেছে সৈকত শহর দীঘা


বুধবার,১১/১২/২০১৯
678

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দীঘাঃ প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ। আজ বুধবার থেকেই শুরু হচ্ছে সমুদ্র সৈকত দীঘার বুকে বিশ্ব বানিজ্য সন্মেলন। এই বানিজ্য সন্মেলন উপলক্ষে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘা চত্বরকে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এই সন্মেলনের উদ্বোধন করবেন। দেশ বিদেশের শিল্পপতিদের আমন্ত্রন জানানো হয়েছে এই সন্মেলনে। সূত্রের খবর, তাজপুরে প্রস্তাবিত সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে চমক থাকতে পারে কনক্লেভে। বেশ কয়েকদিন ধরে এই সন্মেলনের জন্য সাজিয়ে তোলা হচ্ছিল সৈকত শহরকে।  আজকের সন্মেলনে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী অমিত মিত্র সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা।  এছারাও উপস্থিত থাকবেন ৩৫টি দেশের প্রতিনিধিরা।

 

 আর কয়েক ঘন্টার মধ্যে আজ দুপুরে এই সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর ইতিমধ্যেই দেশ ও বিদেশের সাড়ে ৮০০ প্রতিনিধি পৌঁছে গিয়েছেন সৈকতনগরীতে। গত বছরের বিশ্ব বানিজ্য সন্মেলন নজর কেড়েছিল বিশ্ববাসীর। শিল্প সম্মেলনের আগে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দিঘা শহর সহ সৈকতজুড়ে কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে।” আজ বিভিন্ন দেশের শিল্পপতিরা ও একাধিক দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক ও দেশীয় বণিকসভার প্রতিনিধিরা আজকের সন্মেলনে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক মানের এই বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠেছে দীঘা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট