সোমবার তিনি নিজেই পরিদর্শনে গেলেন ভবানীপুরের যদুবাবুর বাজারে।


সোমবার,০৯/১২/২০১৯
689

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এদিন সকালে আচমকাই ভবানীপুরের যদুবাবুর বাজারে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি ক্রেতাদের সাথে কথা বলেন।এরপরই মুখ্যমন্ত্রী বাজারের পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিক্রেতাদের কাছে পেঁয়াজ কত টাকায় বিক্রি করছেন তারা একথা তিনি জানতে চান। দাম কি একই রকম আছে না কমছে সে সম্পর্কে তথ্য জোগাড় করেন মুখ্যমন্ত্রী। কোথা থেকে মাল কিনে নিয়ে আসেন সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন তিনি। আজ সকালে নবান্ন যাওয়ার আগে ভবানীপুরের যদুবাবুর বাজারে যান মুখ্যমন্ত্রী।

 

সূত্রের খবর আজ থেকে শহরের বিভিন্ন রেশনের দোকানে ৫৯ টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। অর্থাৎ বাজারদরের থেকেই অনেক কম মুল্যে পেঁয়াজ কিনতে পারবে রাজ্যবাসী। আজ সোমবার জেলা সহ শহরতলির বিভিন্ন রেশনের দোকানে ৫৯ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ মিলবে ।, সোমবার থেকেই কলকাতা ও সংলগ্ন চারটি জেলায় সাধারণ মানুষ ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ পাবেন, এমন সম্ভাবনা রয়েছে। এখন আর শুধু সুফল বাংলার গাড়ি থেকে নয়, জেলায়-জেলায় রেশন দোকান এবং স্বনির্ভর দলের মাধ্যমেও পেঁয়াজ বিক্রি করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট