আজ সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে বড় রান করা সত্বেও জয় অধরা রয়ে গিয়েছে সফরকারী দলের কাছে। আজ তারা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া।অন্যদিকে আজ বিরাট দের সামনে রয়েছে সিরিজ দখলের লড়াই। প্রথম ম্যাচে ২০৮ রান তাড়া করতে নেমে ওপেনার রোহিত শর্মা -র উইকেট তাড়াতাড়ি হারালেও দলকে জেতানোর দায়িত্ব এদিন যেন একার কাঁধেই তুলে নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য সামনে নিয়ে নামছেন বিরাট কোহালি। অন্যদিকে আজ সিরিজ বাঁচাতে মরিয়া ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে জয়ে ফেরা তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া তাঁদের দলে রয়েছেন বিশ্ব বিখ্যাত বিগ হিটার। এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।