কলকাতাঃ শহর জুড়ে যেন শীতের মরসুম ,আজ কলকাতার তাপমাত্রা কমে দাঁড়াল ১৬ ডিগ্রিরও নিচে। কলকাতা-সহ গোটা রাজ্যেই ব্যাপক ঠান্ডার দাপট। সকালেই কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতার পথঘাট। আজ মরসুমের শীতলতম দিন। এক ধাক্কায় পারদ নামল অনেকটাই।
অবশেষে শীতের আগমন রাজ্য জুড়ে। আর শীতের আমেজে গা ভাসালেন আট থেকে আশি সকলে। শীত মানেই কুয়াশা ভেজা ভোর, শীত মানেই নলেনগুড়, শীত মানেই ভ্রমন। শীতের আমেজের সাথে টেক্কা দিয়ে আজ ভিড় জমতে দেখা গেল শহর কলকাতার প্রানকেন্দ্রে। সকাল থেকেই উত্তরে হাওয়া, সাথে নিয়ে পাল্লা দিয়ে ভিড় বাড়তে শুরু করল চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকোপার্কেও। শহর কলকাতার সেই চেনা ছবি ধরা পড়ল আরও একবার।
পরিবার পরিজন, আন্তীয়স্বজন, বন্ধুবান্ধব ও কচিকাচা থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের দেখা গেল চিড়িয়াখানা, ভিক্টোরিয়া চত্বর জুড়ে। স্বাভাবিক ভাবে শহর জুড়ে শীতের আনন্দে গা ভাসিয়ে দিয়েছেন অনেকেই। শীত ফিরতেই চেনা ছবি দেখা গেল শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত জুড়ে। পর্জটন প্রেমীদের কাছে শীত খুবই প্রিয় সময়। আর পারদ নামতেই শহর কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান গুলিতে উপচে পড়ল ভীড়।
শহর জুড়ে শীতের আমেজ
বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
2668
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---