অজিদের ৫৮৯ তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ৩০২ ও দ্বিতীয় ইনিংসে ২৩৯ রানে শেষ হয়ে যায় পাক ইনিংস। এছাড়া এই টেস্টে এক অনবদ্য মেজাজে দেখা গিয়েছিল বিখ্যাত অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। এছাড়া এই টেস্টে ট্রিপল সেঞ্চুরী করে ক্রিকেট ইতিহাসে নয়া নজির গড়েছিলেন তিনি । সফরকারী দলের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। এই টেস্টের ট্রিপল সেঞ্চুরি করার সুবাদে ম্যাচ এবং সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। এই নিয়ে ছ’টি দিনরাতের টেস্ট খেলে ছ’টিতেই জিতল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দল এখন দুই নম্বরে।
দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করে এই টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার
মঙ্গলবার,০৩/১২/২০১৯
759
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---