দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত।


মঙ্গলবার,০৩/১২/২০১৯
723

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

প্রত্যাশিত ভাবে দুর্দান্ত জয় পেল অজি বাহিনী। এই টেস্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছিল অজি ক্রিকেটারদের। দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে ইনিংসে হারল পাকিস্তান। অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন-রাতের টেস্টে অজিদের কাছে ইনিংস ও ৪৮ রানে বিধ্বস্ত হল তারা। সেই সঙ্গে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়লাভ করল অস্ট্রেলিয়া। এই নিয়ে ছ’টি দিনরাতের টেস্ট খেলে ছ’টিতেই জিতল অস্ট্রেলিয়া।  টেস্ট সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানদের দাপট দেখেছে গোটা বিশ্ব।

 

স্মিথ থেকে ওয়ার্নার সাবলীল মেজাজে তাদের ব্যাট ঝলসে ঊঠেছিল ,পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছিল। ব্যাটিং ও বোলিং দুর্দান্ত সাফল্যের জেরে সিরিজ নিজেদের পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। অস্টেলিয়া বোলার মিচেল স্ট্রার্ক  এর আগুন পেসের সামনে ভেঙ্গে পড়েছিল সফরকারী দলের ব্যাটিং লাইন আপ। সবমিলিয়ে দিনরাতের টেস্টে অজিদের দাপট অব্যাহত তা বলাই যায়। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে টানা ১৪টি টেস্টে হারল পাকিস্তান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট