কলকাতাঃ আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারের মধ্যেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি পর্যন্ত নামতে পারে। তবে তা দু’-তিনদিনের বেশি স্থায়ী হবে না। তাপমাত্রা নামছে কলকাতা-সহ বাংলাতেও। তবে এক ধাক্কায় পারদ নামল অনেকটাই, শহর জুড়ে শীতের আমেজ।রাতের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই নামতে পারে।পাশাপাশি উত্তর বঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। মঙ্গলবার সকাল থেকেই হাওয়ায় বেশ ঠান্ডা ভাব শহর সহ জেলা জুড়ে। আবহাওয়া দপ্তর পূর্বেই জানিয়েছিল পশ্চীমি ঝঞ্জার কারনে থমকে গিয়েছে শীত। সেইসব বাঁধা কাটিয়ে তবে শেষ মেষ আজ বেশ কয়েক ধাপ নামল পারদ। ইতিমধ্যে জোরদার হতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আগামী দু’দিন রাজ্যে বইবে শীতল হাওয়া।
আগামী দু’দিন রাজ্যে বইবে শীতল হাওয়া।
মঙ্গলবার,০৩/১২/২০১৯
725
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---