কপাল ছুঁয়ে তোমার ঠোঁট স্পর্শ করে ( কবিতা )


মঙ্গলবার,০৩/১২/২০১৯
4298

।। কবিতা।।

কপাল ছুঁয়ে তোমার ঠোঁট স্পর্শ করে
জ্যোৎস্না দত্ত

এলোমেলো চুলগুলো ঠিক করো না
নিজেকে সাজিয়ে তুলতে হবে না,
তোমার ওই অগোছালো আমায় মুগ্ধ করেছে।
এলোমেলো চুলগুলো থেকে টুপ টুপ করে জলের ফোঁটা,
কপাল ছুঁয়ে তোমার ঠোঁট স্পর্শ করে,
আরও অপরূপা করে তোলে তোমায়।
আমি ভালোবাসি তোমার অগোছালো রূপকেই।
আমি ভালোবাসি তোমার সরলতা ভরা মনটাকে,
আমার হাতটা একবার শক্ত করে ধরো।
আমার চোখে চোখ রেখে দেখো,
তুমি কত অপরপা, মায়াবী সৌন্দর্য।
তোমার সৌন্দর্য দেখানোর জন্য আয়নার প্রয়োজন নেই আমি তোমার ভালোবাসার আয়না।
এমনি করেই তুমি থাকো আমার বুকের মাঝে।।

জ্যোৎস্না দত্ত

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট