আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমবে। কলকাতাসহ জেলায় ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের ইঙ্গিত আলিপুর আবহা দপ্তর এর। ১৬ ডিগ্রী ছুঁতে পারে কলকাতার পারদ। তবে এই পারদ পতন স্থায়ী হবে না। তিনদিন পরে ফের বাড়বে তাপমাত্রা।একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হওয়া। তবে আগামী তিনদিন উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকবে রাজ্যে। জেলার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রী হতে পারে।
https://youtu.be/IWCWYXnMwjs