বিদ্যুৎ চুরি এবং যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল বিদ্যুৎ দপ্তর। এতদিন এলুমিনিয়ামের তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করত বিদ্যুৎ দপ্তর,তবে এবার থেকে আর এলুমিনিয়াম তার নয় রাবারের আস্তরণ বিস্তৃত বৈদ্যুতিক তার লাগানো হচ্ছে।এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ চুরি বন্ধ হবে আবার অন্যদিকে দুর্ঘটনা, ঝড়জল প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকটাই রক্ষা করবে।পাশাপাশি এর ফলে লোডশেডিংও অনেকটাই কমবে বলে জানা যায়।মঙ্গলবার সকাল থেকে আমডাঙ্গা এলাকায় এই অভিনব উদ্যোগ নিয়ে কাজ শুরু করল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।
https://youtu.be/vpyXDIYtDSs