লাগামছাড়া দূষণে জেরবার শহরাসী,ভয়াবহ হয়েছে শহরের দূষণ ছবি।


সোমবার,০২/১২/২০১৯
626

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ শহরের বাতাসে মিশছে ধোঁয়া। বেশ কয়েক দিন ধরে লাগাম ছাড়া দূষণে জেরবার শহরবাসী। বায়ুদূষণের মাত্রা বেড়ে চলায় উদ্বিগ্ন সাধারন মানুষ। পরিবেশকর্মীদের মতে  বায়ুদূষণের নিরিখে কলকাতার মানও যথেষ্ট উদ্বেগজনক বলে জানাচ্ছেন তাঁরা। এছাড়া বায়ুদূষণের জেরে শ্বাসকষ্টের পরিমান বাড়ছে। এছাড়া শহরের হাসপাতাল গুলিতে দিন দিন শ্বাসকষ্টে ভোগা রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। লাগাম ছাড়া দূষণের কারনে চিন্তার ভাজ শহরবাসীর। অন্যদিকে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসে শহরের মাত্রাছাড়া দূষণ। কলকাতায় সবচেয়ে বেশি দূষণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে । সকাল ৮টায় দূষণের মাত্রা ৩৫৭ এমজি। যা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে। রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া, রবীন্দ্র ভারতী – কলকাতার একপ্রান্ত থেকে অপরপ্রান্ত দূষণের মাত্রা ছাড়িয়েছে অনেকখানি। ভয়াবহ হয়েছে শহরের দূষণ ছবি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট