ইংরেজি ও হিন্দির দাপটে বাংলা ভাষা আজ চরম সংকটের সম্মুখীন। বর্তমান সময়ে অভিভাবকরা তাদের সন্তানদের ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রে বেশি আগ্রহী। অনেকের মধ্যে এমন একটা ধারনা তৈরি হয়েছে এ যুগে প্রতিযোগিতার বাজারে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে বাংলার কোন মূল্য নেই। আর সেই ধারণা থেকে মাতৃভাষাকে শিকেয় তুলে অন্যের ভাষার পিছনেই ছোটাতে চাইছেন শিশুদের। তার ফলশ্রুতিতে আজ বহু বাঙালি পরিবারের ছেলেমেয়েরা নিজের মাতৃভাষায় লিখতে পারে না পড়তে পারে না।
বাংলা ভাষার বর্তমান এই সংকট নিয়ে রবিবাসরীয় বিকালে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। নদীয়ার শিমুরালি শচিদানন্দ কলেজ অফ এডুকেশন এর সভাগৃহে এই আলোচনা সভার আয়োজন করেছিল নীল আকাশ নামে একটি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন। “বাংলা ভাষাঃ সাম্প্রতিক সংকট ও সম্ভাবনা” বিষয়ক আলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক তীর্থঙ্কর চন্দ। এলাকার বিশিষ্ট মানুষজন এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এদিনের গুরুগম্ভীর আলোচনায় বাংলা ভাষার সংকট নিয়ে বিভিন্ন দিক উঠে আসে। উঠে আসে এই সংকট থেকে উত্তরণের সম্ভাবনা বিষয়ক নানান বক্তব্য। এদিনের আলোচনাসভার অন্যতম আহ্বায়ক সৌমেন দে বলেন, পৃথিবীর সবচেয়ে সুমিষ্টি ভাষা বাংলা।
মাতৃভাষার দাবিতে আন্দোলনে শহীদ এই বাংলা ভাষার জন্য হয়েছিল। যার স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি বিবেচিত করা হয়। সেই ভাষা যখন সংকটের সম্মুখীন হয় তখন একটা জাতি অস্তিত্ব হীনতায় ভুগতে থাকে। এর থেকে পরিত্রান পেতে সকলেরই ছোট ছোট প্রয়াস নেওয়া প্রয়োজন। নীল আকাশ সেই প্রয়াস গ্রহণ করেছে।