বছর শেষে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন সালমান খান । ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি দাবাং ৩ ৷ এই সিনেমায় সলমনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে , সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর, কিচা সুদীপ, আরবাজ খান-দের। প্রভু দেবার পরিচালনায় সলমন খানের দবাং থ্রি বক্স অফিসে কটতা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। এছাড়া এই ছবিতেই এক আইটেম নাম্বারে দেখা যাবে সলমন খানকে, সেই আইটেম গানটিই হল মুন্না বদনাম হুয়া ৷ এর আগেও বহু হিট ছবি উপহার দিয়েছেন সলমান খান দর্শকদের। তবে এবার একেবারে নতুন লুকে নতুন মেজাজে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে। এছাড়া এই ছবিতে সালমান খান ও প্রভু দেবার নাচের যুগলবন্দী দেখা যাবে। ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি আপাতত কাউন্ট ডাউন শুরু।
ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি দাবাং ৩ ৷
রবিবার,০১/১২/২০১৯
826
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---