উপনির্বাচনে তিন কেন্দ্রে ব্যাকফুটে পদ্ম শিবির। এই শোচনীয় পরাজয় নিয়ে দমদম বিমানবন্দরে কৈলাশ বিজয়বর্গী জানান, আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম সব বুথে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে। কিন্তু তা হয়নি। তার ফল যা হওয়ার ছিল তাই হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করে নির্বাচন করিয়েছে, তাই ওরা জিতেছে। তবে এই ফলাফলের প্রভাব আগামী ২০২১-এর নির্বাচনে পড়বে না। কারণ তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা মানুষের কাছে খুলে যাবে।
https://youtu.be/yqlRZ2Uroak