খড়্গপুরে ভোট বাড়িয়ে ঐতিহাসিক জয় তৃণমূলের


বৃহস্পতিবার,২৮/১১/২০১৯
728

পশ্চিম মেদিনীপুর :- বরাবরই খড়্গপুর বিধানসভা আসন অধরা ছিল তৃণমূলের কাছে। ২০১৬-র ভোটে এবং উনিশের লোকসভা ভোটে খড়্গপুরে জিতেছিল বিজেপি। লোকসভায় সেখানে ৪৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানের জিতেছিল গেরুয়া শিবির। কিন্তু সেই ব্যবধান মুছে দিয়ে দিলীপ ঘোষকে হারিয়ে যেভাবে খড়্গপুরেও এগিয়ে গিয়েছে তৃণমূল তা ঐতিহাসিক বললে কোনও ভুল হবে না।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়্গপুর সদর আসনে গেরুয়া শিবিরকে ২০৮১১ ভোটে পরাস্ত করলেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার।লোকসভা ভোটের তুলনায় খড়্গপুরে ২৪১৩৫ টি ভোট বাড়িয়ে ফেলল তৃণমূল। ষোলো সালের ভোটের তুলনায় এই বৃদ্ধি আরও বেশি। হিসাব মতো ১৪২ শতাংশ তথা ৪৮,৩৬৭ ভোট বাড়িয়েছে তৃণমূল।

https://youtu.be/HsPndIjU2s0

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল বিজেপি। এই জয় মানুষের জয়।”“লোকসভা ভোটের পর থেকেই বিজেপির দম্ভ বেড়ে গিয়েছিল। এনআরসি করে দাও, একে নাগরিকত্ব দাও ওকে দেশ থেকে বের করে দাও। যেন জমিদারি ওদের। নাগরিকত্ব দেওয়ার ওরা কে! এমনিতেই তো সবাই এ দেশের নাগরিক।”সব ধর্ম, জাতি ও ভাষাভাষি মানুষ যে তৃণমূলের পাশে রয়েছেন, আমাদের সমর্থন করছেন তা এই ভোট ফলাফলে পরিষ্কার। এই জয় তাই মানুষের জয়।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট