ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম শহর বিজেপির নতুন সভাপতি হলেন নন্দন ঠাকুর। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপির রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী পলি ঘোষ, জেলার নির্বাচনী পর্যবেক্ষক দ্বীপকুমার বেরা। সেখানে ঝাড়গ্রাম জেলার ১৮ টি মন্ডলের সভাপতিদের নাম ঘোষণা করেন তুষারকান্তি ঘোষ। সেখানেই জানা যায়,ঝাড়গ্রাম শহরের সভাপতি তুষার ঘোষালের পরিবর্তে নন্দন ঠাকুরকে নতুন সভাপতি করা হয়েছে। উল্লেখ্য যে, গত লোকসভা নির্বাচনের পর ঝাড়গ্রামে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দন ঠাকুর। কয়েক মাসের মধ্যে তাঁর শহর সভাপতির পদ পাওয়া দলে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক মহলের মত। আবার একটি সূত্রে খবর, দলের এক জেলা নেতার হাত মাথায় থাকার জন্য নন্দন ঠাকুর এই পদ পেয়েছেন।
ঝাড়গ্রাম শহর বিজেপির নতুন সভাপতি হলেন নন্দন ঠাকুর
বুধবার,২৭/১১/২০১৯
709