কলকাতাঃ বেশ কয়েকদিন পর আবার বেড়ে গেল তাপমাত্রা। সবে কিছুটা শীতের অনুভুতির আভাস পেতে শুরু করেছিল শহরবাসী। কিন্ত আবহাওয়ার খামখেয়ালিপনায় আবার থমকে গেল শীত। ক্যালেন্ডারের পাতায় নভেম্বর এলেও শীতের দেখা নেই। স্বাভাবিক ভাবে কবে বঙ্গে প্রবেশ করবে শীত এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে আমজনতার মনে। অতঃপর শীতের জন্য অপেক্ষায় শহরবাসী তথা গোটা রাজ্য। বেশ কয়েকদিন ধরে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছিল শহর সহ জেলা জুড়ে।
তবে বেলা বাড়তে তাপমাত্রার পরিমান বেড়ে চলেছিল। রাতের দিকে আবার শীতের শিরশিরানি থাকলেও। পুরোপুরি ভাবে শীত আসতে আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। পাশাপাশি আগামী কয়েক দিন কলকাতা সংলগ্ন শহরতলির তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাঘুরি করবে বলে আবহাওয়া দপ্তর সুত্রে খবর আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ নভেম্বর মাস এসে গেলেও শীতের এখন সেইভাবে দেখা পাওয়া গেল না।তাই শীত এর আমেজ উপভোগ করতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।