কলকাতাঃ ক্রিকেটের নন্দনকাননে বেল বাজিয়ে আজ পিঙ্ক টেস্টের সূচনা করলেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ঐতিহাসিক টেস্টে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উপস্থিত থেকে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। সুত্রের খবর প্রথম দিনের খেলার শেষে,সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা ।এই টেস্ট উপলক্ষে ইডেন সাক্ষী থাকল একঝাঁক তারকারাও। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত থাকলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ,সহ আরও অনেকে। ইডেন জুড়ে আজ চাঁদের হাট। সুত্রের খবর আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যাহ্নভোজের পর সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা ব্যানার্জির সঙ্গে। এরপর রাত ৮টায় শেখ হাসিনা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
বেল বাজিয়ে ইডেনে পিঙ্ক টেস্টের সূচনা করলেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার,২২/১১/২০১৯
676
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---