গোলাপি বিপ্লবের অপেক্ষায় ইডেন


শুক্রবার,২২/১১/২০১৯
632

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ইডেন জুড়ে আজ চাঁদের হাট। পিঙ্ক টেস্ট দেখতে শহরে ইতিমধ্যে হাজির হয়েছেন শচীন তেন্ডুলকার সহ একঝাক তারকা ক্রিকেটার। আর এক ঘন্টার অপেক্ষা এরপর শুরু হচ্ছে পিঙ্ক টেস্ট। পিঙ্ক টেস্টে আজ হাজির থাকবেন সুনীল গাওস্কর থেকে শুরু করে কপিলদেব, রাহুল দ্রাবিড়, কুম্বলে সহ একঝাক প্রাক্তন তারকা ক্রিকেটার। এছাড়া গ্যালারি জুড়ে থাকবেন সানিয়া-আজহার ও মেরিকম সহ আরও অনেকে। ইডেনের বুকে আজ বিপ্লবের পদধ্বনি, ক্রিকেটের নন্দন কাননে বেল বাজিয়ে পিঙ্ক টেস্টের সূচনা করবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে ইডেনে এসে উপস্থিত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। আজ শহরের সব পথ গিয়ে মিশেছে ক্রিকেটের নন্দন কাননে। সকাল থেকেই ইডেন চত্বর জুড়ে রয়েছে আজ আটোসাটো নিরাপত্তা। পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতার ইডেন গার্ডেনকে। বহু ভিভিআইপি,সহ একঝাক সেলিব্রিটি আজ হাজির থাকবেন ক্রিকেটের নন্দনকাননে। আজ কলকাতা জুড়ে পিঙ্ক টেস্টের উন্মাদনা। তারকার সমাবেশ ইতিমধ্যে ইডেন জুড়ে। নিরাপত্তা যথেষ্ট আটোসাটো করা হয়েছে গোটা ইডেন চত্বর জুড়ে। সবমিলিয়ে  গোলাপি বিপ্লবের অপেক্ষায় ইডেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট