শুক্রবার ইডেনে ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ


বৃহস্পতিবার,২১/১১/২০১৯
708

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ প্রথম টেস্ট জয়ের পর শুক্রবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। দ্বিতিয় টেস্টেও বিজয়রথ অব্যাহত রাখতে চায় বিরাট বাহিনী। শুধু তাই নয় এই প্রথম গোলাপি বলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে মাঠে নামবে কোহলি ব্রিগেড। এই ঐতিহাসিক টেস্টে আমন্ত্রিত রয়েছেন দেশ-বিদেশের বহু অতিথি।  এই টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করেছে সিএবি। ক্রিকেট বিশেষজ্ঞ দের মতে গোলাপি বল অন্য বলের তুলনায় অনেক বেশি সুইং করে, তাছাড়া এসজি বলে এই প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বিরাট বাহিনী।

 

পাশাপাশি ভারতীয় দলের বেশ কয়েকজনের এর আগে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশ দলের তা নেই। এই টেস্ট জুড়ে শহর জুড়ে যেমন আলাদা একটা উন্মাদনা তৈরি হয়েছে ঠিক তেমনি বাংলাদেশ দলেও তৈরি হয়েছে আবেগের একটা আবহ। প্রথম টেস্টে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছিল ভারতীয় পেসারদের। উমেশ যাদব থেকে শুরু মহম্মদ সামি সকলেই অধিনায়কের থেকে বিরাট প্রশংসা পেয়েছে। পাশাপাশি মহম্মদ সামি ইতিমধ্যে স্বপ্নের ফর্মে রয়েছেন চলতি টেস্ট সিরিজে, প্রথম টেস্টে তাঁর অভাবনীয় সাফল্য নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ।  প্রথম টেস্টে জয়ের পর স্বাভাবিক ভাবে দুর্দান্ত ছন্দে রয়েছে বিরাট ব্রিগেড। ইডেনে দ্বিতীয় টেস্টেও জয়ের ধারা বজায় রাখাই তাদের একমাত্র লক্ষ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট