দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির স্যুইংয়ে পুরোপুরি বিধস্ত বাংলাদেশ দল


শনিবার,১৬/১১/২০১৯
1043

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের দাপটে ধস নামল বাংলাদেশ দলে  ব্যাটিংয়ে । দিনের শুরুতেই বেশ কয়েকটি গুরুত্বপুর্ন উইকেট হারিয়ে চাপে পরে যায় সফরকারী দল। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে ভারতীয় দলের পেসারদের মধ্যে ইশান্ত শর্মা থেকে শুরু করে উমেশ যাদব ও মহম্মদ সামি একের পর এক আঘাত হানে বাংলাদেশ শিবিরে। ইতিমধ্যে ৬টি উইকেট হারিয়ে রীতিমত চাপে পরে গিয়েছে সফরকারী দেশ। সামির আগুনে পেসের সামনে বাংলাদেশ শিবিরের  ব্যাটসম্যানরা এদিনও প্রতিরোধ গড়ে তুলতে পুরোপুরি ব্যার্থ। এখনও পর্যন্ত দ্বিতীয় ইনিংসে মহম্মদ সামির দখলে রয়েছে ৩টি উইকেট। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এদিনও কেউ বড় রান করতে পারেনি। বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম এখনও একা লড়াই চালিয়ে যাচ্ছেন, এখনও পর্যন্ত তাঁর ব্যাক্তিগত সংগ্রহ ১০৯ বলে ৫২ রান। ইতিমধ্যে হাফসেঞ্চুরী করে ফেলেছেন তিনি। মুশফিকুর রহিম ও মেহেদি হাসান জুটি ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৮৩/৬।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট