ইডেনে গোলাপি বলে টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে


শনিবার,১৬/১১/২০১৯
676

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ইডেন টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। আর এই ম্যাচের সাক্ষী থাকতে তাই পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা ক্রিকেট অনুরাগীদের মধ্যে। মহারাজ মসনদে বসার পর এই প্রথম গোলাপি বলে টেস্ট হতে চলেছে, এছাড়া ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ ঘিরে রয়েছে নানান চমক। দু’টি গোলাপি ম্যাচ বল নিয়ে আকাশ থেকে নেমে আসবে প্যারাট্রুপার্স। বল তুলে দেওয়া হবে দুই দলের অধিনায়কের হাতে। পাশাপাশি  গোলাপি বেলুন উড়তে দেখা যাবে ।

 

এছাড়া ইডেন টেস্টে আমন্ত্রিত দের তালকায় রয়েছে রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগতের একঝাক তারকা। আগামী ২২-২৬ নভেম্বর ইডেনে গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির ‘টিম ইন্ডিয়া’। বুধবার সাংবাদিক বৈঠকে কোহালি বলেন, ‘‘গোলাপি বলে প্রথম বার ব্যাট করে মনে হয়েছে, লাল বলের থেকে তা অনেক বেশি সুইং করে। এছাড়া এই প্রথম টেস্ট ম্যাচে গোলাপি বলের ব্যাবহার হতে চলেছে। এছাড়া  গোলাপি বলের টেস্ট ম্যাচ দেখার জন্য আগ্রহ রয়েছে অনেকখানি ক্রিকেট প্রেমীদের মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট