বাজারে আগুন, গা ঝারা দিয়ে মাঠে নামল টাস্কফোর্স


শুক্রবার,১৫/১১/২০১৯
833

মুখ্যমন্ত্রীর কঠোর মনোভাবের পর অবশেষে গা ঝারা দিয়ে আসরে নামল টাস্কফোর্স। শুক্রবার সকাল থেকে সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্যের টাস্কফোর্সের সদস্যদের। সাতসকালেই রাজ্যের টাস্কফোর্সের সদস্যরা কলকাতার মানিকতলা, কোলে মার্কেট সহ বিভিন্ন বাজারে যান। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে পাইকারি মার্কেটে গিয়ে সব্জী বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তিনি ব্যাবসায়ীদের বলেন, অধিক মুনাফা করলেই সরকার ব্যাবস্থা গ্রহন করবে। পাইকারি ও খুচরা সব্জী ব্যাবসায়ীদের রবীন্দনাথ কোলে পাকা চালান ব্যাবহারের কথা বলেন। অন্যদিকে কলকাতার বিভিন্ন বাজারে এদিন হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সকালে ফুলবাগান, গড়িয়া সহ বিভিন্ন বাজারে হানা দেয়।

সেখানেও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সব্জী নিয়ে কালো বাজারি করলে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে হুমকি দেন আধিকারিকরা। এমনকি বিক্রেতাদের ট্রেড লাইসেন্স বাতিল করার কথা বলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার সব্জীর দাম নিয়ন্ত্রনে আনতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার থেকে সকালে হানা দেবে পু্লিশ ও টাস্কফোর্স। তারপরেই এদিন সাতসকালে নেমে পরলেন টাস্কফোর্সের সদস্যরা।

https://youtu.be/nPk3yU-wHg0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট