সিঙ্গুর নিয়ে সব তথ্য জানবার অধিকার আছে: রাজ্যপাল


বৃহস্পতিবার,১৪/১১/২০১৯
830

লম্বা সময়ের জন্য সিঙ্গুর যেতে চান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার জওহরলাল নেহেরুর জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমার সিঙ্গুর সম্পর্কে সব তথ্য জানবার অধিকার আছে। আমি রাজ্যের সাংবিধানিক প্রধান। সিঙ্গুর সম্পর্কে জানতেই আমি সিঙ্গুরের বিডিও অফিসে গিয়েছিলাম বলে জানান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। প্রসঙ্গত, সিঙ্গুরে যাওয়া নিয়ে রাজ্যপালকে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা। সেই কটাক্ষের জবাব বৃহস্পতিবার পার্কস্ট্রীটে দিলেন রাজ্যপাল। নাম না করে রাজ্যের শাসক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আমি যাবার আগে জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। যখন যেখানে যায় সেই জায়গার জেলাশাসকের সঙ্গে কথা বলে যায়।

সিঙ্গুরও তার ব্যাতিক্রম হয় নি বলে এদিন মন্তব্য করেন জগদীপ ধনকর। এরপরেই সিঙ্গুরে রাজ্যপালকে বিক্ষোভ দেখানো নিয়ে নাম না করে রাজ্যের শাসক দলের সমালোচনা করেন জগদীপ ধনকর। তিনি জানান আমার সিঙ্গুর সফর চলাকালিন একটি বিশেষ রাজনৈতিক দলের মহিলারা বিরোধীতা করেছেন। তারা হয়তো আইন না জেনেয় আমার সিঙ্গুর সফরের বিরোধীতা করেছেন। তবে সেই রাজনৈতিক দলের সদস্যরাও জেনে যাবেন আমি আমার অধিকার লঙ্ঘন করিনি। তবে রাজ্যের শাসক দলের সমালোচনায় কান না দিয়ে ফের সিঙ্গুর সফরে যেতে চান রাজ্যপাল। শিশুদিবসে পন্ডিত জহরলাল নেহেরুর মূর্তিতে মাল্যদান করে এইকথা জানান রাজ্যপাল জগদীপ ধনকর।

https://youtu.be/xIvrvHsBVH4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট