আজ থেকে শুরু হল ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট


বৃহস্পতিবার,১৪/১১/২০১৯
966

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ বৃহস্পতিবার হোলকার স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। বেশ কিছুদিন বিশ্রামের পর আজ ২২ গজে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে আজ মহারাজকে টপকে যাওয়ার হাতছানি বিরাটের সামনে।  আজ কোহলির নেতৃত্বে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। সদ্য সমাপ্ত টি ২০ সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল প্রতিবেশী দেশের বিরুদ্ধে।

 

টি ২০ সিরিজে তরুন ক্রিকেটার দের সাফল্য নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। অন্যদিকে বাংলাদেশ দলে এই সিরিজে নেই সাকিব –আল হাসান, তামিম ইকবালের মত তারকা ব্যাটসম্যান। কিন্তু এই সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং য়ে ৬১ নম্বর রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে ভারত এখন দুর্দান্ত ফর্মে রয়েছে।পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখনও অপ্রতিরোধ্য। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে বড় ব্যবধানে জিতে শীর্ষস্থান আরও মজবুত করাই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট