বিজেপির পুরসভা অভিযানে উত্তাল শহর, কাঁদানে গ্যাস, জল কামান


বুধবার,১৩/১১/২০১৯
851

বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়ায় বুধবার। বিশাল মিছিল করে বিজেপির যুব কর্মীরা কলকাতা পুরসভার উদ্দেশ্যে রওনা হলে চাঁদনী চক এর কাছে ব্যারিকেড করে পুলিশ আটকায়। চাঁদনি চকে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে বিজেপি যুব মোর্চার কর্মীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। পরিস্থিতি সামলাতে জলকামান ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। এমনকি ছোড়া হয় কাঁদানে গ্যাসও। বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের। আটক করা হয়েছে অভিনেত্রী তথা বিজেপি-র নবাগতা সদস্য রিমঝিম মিত্র ও কাঞ্চনা মৈত্র-সহ বিজেপির বেশ কয়েকজন কর্মীকে। বিজেপি যুব নেতাদের দাবি, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলাম। পুলিশ অন্যায় ভাবে তাদের মিছিল আটকে দেয়।”

উল্লেখ্য, ডেঙ্গি ইস্যুতে বুধবার কলকাতা পুরসভার উদ্দেশে অভিযানে নামে বিজেপি যুব মোর্চা সদস্যরা। সেন্ট্রাল অ্যাভিনিউতে এয়ার ইন্ডিয়ার অফিস থেকে জমায়েত শুরু হয়। সেখান থেকেই মিছিল যাওয়ার কথা ছিল পুরসভা পর্যন্ত। এরপর চাঁদনি চকেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। ডেঙ্গি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় বিজেপি যুব মোর্চা। মিছিলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। মশা, মশারির মডেল নিয়ে বিক্ষোভ মিছিল করে বিজেপি।

https://youtu.be/n4a67QbP8Lc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট