নীল আকাশের মাঝে


বুধবার,১৩/১১/২০১৯
3177

নীল আকাশের মাঝে

রংধনু দিকে তাকিয়ে
বসে আছি পথ চেয়ে
উড়ছি পাখি সঙ্গী হয়ে
ওই নীল আকাশের মাঝে।

শুধু রংধনুর দিকে তাকিয়ে
ভেবে চলেছি অজানার পথে
অসীম সীমাহীন দূরে।

দূর থেকেও তোমাকে ভাবি
আকাশের দিকে তাকিয়ে
আকাশের নীল রং ,
তবুও মিলছে প্রকাট হয়ে
তোমারি ছবি এঁকে।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট