চিত্রশিল্পী


বুধবার,১৩/১১/২০১৯
2806

চিত্রশিল্পী
এসকেএইচ সৌরভ হালদার

নিত্য নতুন দিনে
একে চলেছে
ভিন্ন রং
যেন জলজ্যান্ত একটি মানুষ ,
দাঁড়িয়ে আছে
তার ছবির মাঝে

মনের ভিতর কল্পনাতে
এঁকেছে তার ছবি
ফুটিয়েছে রং তুলিতে
জলজ্যান্ত একটি ছবি

ক্যামেরায় বন্দি হোক
কিংবা হৃদয়ে আঁকা
যে আঁকতে পারে
রং তুলিতে সেই চিত্রকলা ।

এঁকেছে সে রংয়ের মাঝে
লোকে তাকে ডাকে চিত্রশিল্পী বলে
রংধনুর মাঝে মিলেছে রং
এঁকেছে কভু চিত্রশিল্পীর দল।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট