আগামী ২২ নভেম্বর ইডেনে প্রথমবার গোলাপি বলে দিন রাতের টেস্টে নামবে বিরাট বাহিনী। সেইজন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় শিবির। বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। ছুটি কাটিয়ে এবার প্রাকটিসে ফিরলেন তিনি। গোলাপি বলে মঙ্গলবার প্রাকটিস করতে দেখা গেল তাকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। সদ্য সমাপ্ত টি ২০ সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। এবার তাঁরা পাখির চোখ করেছেন টেস্ট সিরিজকে।
ইতিমধ্যে টেস্ট সিরিজ ঘিরে তিলোত্তমা কলকাতায় উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ইতিমধ্যে বহু টিকিট বিক্রি হয়েছে, পাশাপাশি এই প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ দেখার জন্য অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সুত্রের খবর গোলাপি আলোয় সেজে উঠতে পারে তিলোত্তমা কলকাতা। এছাড়া জায়ান্ট স্ক্রিনের ব্যাবহার করা হতে পারে। স্বাভাবিক ভাবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে দিনদিন ক্রিকেট অনুরাগীদের মধ্যে। ২২ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে উপস্থিত থাকতে পারেন ক্রিড়া জগত থেকে শুরু করে বিনোদন জগতের একঝাক তারকা।